নড়াইলে ইয়াবাসহ সাবেক ছাত্রদলের সহসভাপতি গ্রেফতার
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ছাত্রদল নেতা বাবু খন্দকারকে (৪০) নড়াগাতি থানা পুলিশ গ্রেফতার করেছে। সে নড়াইলের জেলার বাঐসোনা গ্রামের মৃত আশরাফ খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, নড়াইলের নড়াগাতি থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি বাবু খন্দকার একজন তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী। রাত ১১ টায় দিকে বাঐসোনা ব্রীজ ঘাটে ইয়াবা বিক্রি করার সময় ২১ পিস ইয়াবা ট্রাবলেটসহ নড়াইলের নড়াগাতি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মো.মাহাবুবুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘বাবুর অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী ইয়াবা ব্যবসায়ীদের সর্বোচ্চ আইন মৃত্যুদন্ড করায় কোনো ইয়াবা ব্যবসায়ীর ছাড় হবে না।