সব

বার্সেলোনায় সন্ত্রাসী হামলার প্রধানমন্ত্রীর নিন্দা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 19th August 2017at 7:59 pm
24 Views

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’

তিনি বলেন, ‘কাপুরুষোচিত এই ভয়াবহ হামলায় বাংলাদেশের জনগণ ও সরকার স্পেনের জনগণ এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং এর নিন্দা জানাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো জাত নেই, ধর্ম বা বর্ণ নির্বিশেষে কোনো সভ্যসমাজে তাদের স্থান নেই। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের সঙ্গে আছি।’

শোক বার্তায় নিহতদের পরিবার এবং স্পেনের জনগণের প্রতি বাংলাদেশের গভীর শোক এবং সমবেদনা জানান শেখ হাসিনা।


সর্বশেষ খবর