গাজীপুরে পৌর মহিলা আ.লীগের সভানেত্রী আটক
গাজীপুর জেলা প্রতিনিধিঃ সন্ত্রাস ও চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরে কালিয়াকৈর পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতিকে ১৮ আগস্ট শুক্রবার বিকেলে পুলিশ আটক করেছে। তার নাম আলেয়া বেগম (৪০)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার সফিপুরের পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায়। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, ভূমিদস্যুতাসহ বহু অভিযোগ রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পুলিশের একটি দল কালিয়াকৈর উপজেলার সফিপুরের পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় অভিযান চালায়। পুলিশ এসময় আলেয়া বেগমকে তার বাড়ি থেকে আটক করে।
তার বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজীসহ বহু অভিযোগ রয়েছে। আটক আলেয়াকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।