সব

রায় কে লিখে দিয়েছে জানি, বলব না: লতিফ সিদ্দিকী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 19th August 2017at 8:40 pm
26 Views

স্টাফ রিপোর্টারঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায় কে লিখে দিয়েছেন তা জানেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী।

আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ওপর লিখিত সমালোচনা পাঠ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী এই দাবি করেন।

আওয়ামী লীগের সাবেক এই নেতা বলেন, “রায় কে লিখে দিয়েছে জানি কিন্তু বলব না। সব কথা বলা যায় না।”

রায় সম্পর্কে লতিফ সিদ্দিকী বলেন, উচ্চ আদালত সংসদ সম্পর্কে বড়ই অপমানকর মন্তব্য করেছেন। আসলে আক্রমণের লক্ষ্য প্রধানমন্ত্রী। এই মন্তব্য যারা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি তারা সংসদ সদস্যদের পুতুল এবং প্রধানমন্ত্রীকে প্রকারান্তরে বাজিগর ঠাওরেছেন।

লতিফ সিদ্দিকী আরও বলেন, আমার সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশন যখন তার এখতিয়ার বহির্ভূত নোটিশ দেয় তখন উচ্চ আদালত কিন্তু নির্বাচন কমিশনকে সংবিধান বহির্ভূত কাজে বিরত রাখতে কোনো পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করেননি। আমার আবেদন না নিয়ে সরাসরি খারিজ করে দেন।


সর্বশেষ খবর