গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রকৌশলীর মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান
সাদি (২৪) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকালে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান সাদি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মিহিরকান্দা গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ ভাংনাহাটি গ্রামের নয়ন মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে পৌর এলাকার ইউনিলায়েন্স কারখানায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
নিহত প্রকৌশলীর সাথে একই রুমে থাকা ইউনিলায়েন্স কারখানার ল্যাব সহকারী নাইম ইসলাম জানান, সকালে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে বাসায় কাপড় ইস্ত্রি করার সময় আসাদুজ্জামান সাদি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।