সব

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th August 2017at 11:36 am
62 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার।
জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জঙ্গি দমন করেছি। দেশে আজকে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে শেখ হাসিনা।

১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণকে বিনামূলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে আমাদের মন্ত্রী, এমপি ও নেতারা কাজ করছেন। এসব এলাকায় মেডিকেল টিম কাজ করছে।

পানি নেমে যাওয়ার সাথে সাথে দুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। তিনি ১৯ আগস্ট শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর তেতুঁইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দিন ব্যাপি বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী ফিতা কেটে দিন ব্যাপি এই ক্যাম্পের উদ্বোধন করেন। পরে তিনি এই ক্যাম্পের রোগীদের সঙ্গে কথা বলেন। আয়োজকরা জানান, এখানে ১শত চোখের রোগীর অপারেশন করা হয় এবং প্রায় ২ হাজার রোগীরা চোখের চিকিৎসা নেন। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে একজন বিদেশীসহ ২৭ জন চিকিৎসক এই সেবা দেন। এই কার্যক্রমের মাধ্যমে হাসপাতালটি দেশের মানুষের অন্ধত্ব দূরীকরণে অবদান রাখছে ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের সহায়তা করছে।

এই হাসপাতালটি কাজ করে যাচ্ছে মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বারহাদ এর সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগে আনন্দিত ও ভবিষ্যতে সম্ভব হলে আরো এই ধরনরে কাজ করবে। স্বল্পমূল্যে আন্তর্জাতিকমানের স্বাস্থ্য সেবা প্রদানে এই হাসপাতালটি ওয়ান স্টপ হেলথকেয়ার হিসেবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, গাজীপুর সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক, হাসপাতালের সিইও জাইতুন বিনতি সুলাইমান, প্রফেসর ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।


সর্বশেষ খবর