সব

ড্রেসিং করতে অপারেশন থিয়েটারে মুক্তামনি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th August 2017at 4:50 pm
45 Views

ডেস্ক রিপোর্টঃ বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনির হাতের ড্রেসিং করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুক্তামনির হাতের দ্বিতীয় দফা ড্রেসিং করা হবে। এজন্য সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।’

সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামনি (১২)। জন্মের দেড় বছর পর তার হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি বাড়তে থাকে। আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুড়িতে রূপ নেয়। এক পর্যায়ে সেখানে পচন ধরে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি।

সম্প্রতি মুক্তামনির এ বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ১১ জুলাই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৫ আগস্ট মুক্তামনির বায়োপসি করা হয়। এতে তার রক্তনালিতে টিউমার ধরা পড়ে। এরপর গত ১২ আগস্ট অপারেশন করে সেটি অপসারণ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে মুক্তামনির আরও ৫/৬টি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।


সর্বশেষ খবর