ঝড় তো আপনারাই উঠাচ্ছেন: অ্যাটর্নিকে প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্টারঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আপনারা মিডিয়ায় অনেক কথা বলবেন, এটা ঠিক নয়। ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা ধৈর্য ধরছি।
রোববার সকাল সোয়া ৯ টার দিকে অধস্তন আদালতের বিচারকদের শঙ্কলাবিধি সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন। এসময় অধস্তন আদালতের বিচারকদের শঙ্খলাবিধি প্রকাশে আগামী ৮ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপক্ষকে সময় দিয়েছেন আপিল বিভাগ।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমি কিন্তু আপনারা বলেছি, আপনাকে নয়।
প্রধান বিচারপতি আরো বলেছেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি। যথেষ্ট ধৈর্য ধরছি। পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে…করেছেন। শুধু বলব, আমাদের আরও কিছু পরিপক্বতার দরকার আছে।