সব

জাতীয় মহিলা দাবা শুরু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th August 2017at 9:21 pm
FILED AS: খেলা
49 Views

স্পোর্টস ডেস্কঃ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ৩৭তম আসর শুরু হয়েছে রোববার।এবারের প্রতিযোগিতায় দেশের দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা, গতবারের মহিলা চ্যাম্পিয়ন মানিকগঞ্জের নাজরানা খান ইভা, রানারআপ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, চট্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, জাতীয় জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুমসহ ৬৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।প্রথম রাউন্ডে লিজা ওয়াদিফা আহমেদকে, তনিমা সানজিদা সাকিবকে, বাবলী উর্বানা চৌধুরীকে, রানী হামিদ নাজমা আক্তারকে, শিরিন শ্রাবন্তী আক্তার জেরিনকে, দিলারা জাহান নূপুর মোনা সাম্মি আক্তারকে, জাহানারা হক রাবেয়া আক্তারকে, প্রতিভা তালুকদার জান্নাতুল ফেরদৌসকে লামিয়াকে, ফারজানা হোসেন এ্যানি কাজী কামরুন্নেসাকে, হামিদা বেগম সামিয়া চৌধুরীকে, কিশোয়ারা সাজরীন ইভানা আয়েশা সিদ্দীকাকে, আফরিন জাহান মুনিয়া ফিরোজা বেগমকে, তানজিনা আক্তার তানি কাজী অপূর্বাকে ও নোশিন আঞ্জুম মাকসুদা বেগমকে পরাজিত করেন।


সর্বশেষ খবর