ঈদে পণ্যবাহী জাহাজ-কার্গো চলাচলে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পণ্যবাহী জাহাজ, বালি বোঝাই কার্গো চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঈদের আগের সাতদিন ও পরের সাতদিন মোট ১৪দিন ঢাকা নদীবন্দর সদরঘাট সংলগ্ন সব নৌরুটে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা আমাদের দায়িত্ব। আমরা তা বাস্তবায়নে কাজ করছি। ইতোমধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক ও দুর্ঘটনা রোধে ঈদের আগের সাতদিন ও পরের সাতদিন মোট ১৪দিন এ নদীবন্দর সংলগ্ন সব নৌরুটে পণ্যবোঝাই, বালিবোঝাই কার্গো চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছি।তিনি আরও বলেন, যাত্রীর নিরাপত্তার স্বার্থে নৌপুলিশের পাশাপাশি পুলিশ ও র্যাব কাজ করবে। এ বছর নদী উত্তাল থাকায় ঈদের আগেই সব লঞ্চ, জাহাজের ইঞ্জিন ও মাস্টারদের ফিটনেস পরীক্ষা করা হবে। ইতোমধ্যে আমাদের কয়েকটি টিম কাজ করছে।
এদিকে দেখা গেছে, রোববার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ভিড় নেই এ নৌবন্দরে। কারণ জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, ধারণা করা হচ্ছে এ ঈদে যাত্রী কম চলাচল করবে।