সব

বিবাহিত জীবনে, মোশারফের অ্যাভারেজ আসলাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th August 2017at 9:33 pm
50 Views

বিনোদন ডেস্কঃ অ্যাভারেজ আসলাম’ মোশারফ করিম অভিনীত জনপ্রিয় নাটকগুলোর অন্যতম। যার অনেকগুলো সিক্যুয়াল নির্মান করা হয়েছে। তার অংশ হিসেবে এবার আসছে ‘ম্যারিড লাইফে অ্যাভারেজ আসলাম’।

মোশারফ করিমের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স’ শেষ হওয়ার পরই ‘অ্যাভারেজ আসলাম’ নির্মাণ করেন নির্মাতা সাগর জাহান। গত কয়েক ঈদে সাত দিনের ধারাবাহিক হিসেবে প্রচার হয়েছে নাটকটি। যার প্রথমপর্বের নাম ছিল ‘অ্যাভারেজ আসলাম’।

পরে সিক্যুয়েল নির্মিত হয় ‘অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট’। এরপর নির্মাণ হয় ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’। সবগুলো সিক্যুয়েলই প্রচার হয় বাংলাভিশনে। প্রতিটি নাটকই বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিলো।তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করা হচ্ছে এর চতুর্থ সিক্যুয়েল ‘ম্যারিড লাইফে অ্যাভারেজ আসলাম’।

আগের সিক্যুয়েলের মতো এতেও মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন শখ, মারজুক রাসেল, জুই গোলাম ফরিদা ছন্দা ফারুক, খচি খন্দকার, আরফান, মনিরা মিঠু ও আ খ ম হাসানসহ অনেকেই।

এবারের সিক্যুয়েল প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, নাম শুনেই দর্শকরা বুঝতে পারছেন এবারের সিক্যুয়েলের গল্প কেমন হবে। আসলামের বিয়ে পরবর্তী জীবন ও এ নিয়ে তার নানা অভিজ্ঞতার ঝুলিই এতে তুলে ধরা হবে। একেবারে সাদামাটা গল্প। সবারই মনে হবে এটি তো আমাদের জীবনেরই কথা।


সর্বশেষ খবর