সব

সমাজে যেসব ঘটনা ঘটে তা বিবেককে স্পর্শ করে: প্রধান বিচারপতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd August 2017at 4:58 pm
66 Views

স্টাফ রিপোর্টারঃ সমাজে যেসব ঘটনা ঘটে তা আমাদের বিবেককে স্পর্শ করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগে ব্যাংক সংক্রান্ত একটি মামলার শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত রোববার তিনি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেছিলেন, “আমরা যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছি।”

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীরা আপিল বিভাগ ও বিচারপতিদের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য রাখছেন। এরই প্রেক্ষাপটে গত রোববার আদালত ‘ধৈর্য্যের পরিচয় দিচ্ছি’ বলে মন্তব্য করেন।

এর আগে গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।


সর্বশেষ খবর