সব

নবম ওয়েজ না দিলে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা।

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd August 2017at 9:07 pm
56 Views

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকদের দ্রুত নবম ওয়েজ না দিলে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা দিয়েছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সাংবাদিকরা অর্থ ও মর্যাদার বিচারে সরকারি কর্মকর্তাদের চেয়ে ছয় ধাপ পিছিয়ে। অথচ এ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।

সম্প্রতি অর্থমন্ত্রীর দেয়া বিভ্রান্তমূলক মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান সাংবাদিক নেতারা। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নতুন ওয়েজ বোর্ড কাঠামোতে না আনতে তথ্যমন্ত্রী চক্রান্ত করছেন বলেও দাবি করেন তারা। অন্যথায়, তথ্যমন্ত্রীর কর্মসূচি বর্জনের পাশাপাশি মাসব্যাপী পৃথক আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।


সর্বশেষ খবর