সৌদিতে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে মক্কা ও মদিনায় আরও ৪ বাংলাদেশি মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের মো. জাকের হোসেন (৫৯), টাঙ্গাইলের মো. আবদুর রাজ্জাক মিয়া (৬২), লালমনিরহাটের মো. আবুল কাশেম ব্যাপারী (৬৫) ও জামালপুরের মো. দানেশ আলী (৭৫)।
সৌদি আরবের মক্কায় হাজিদের সেবায় কর্মরত হজ কনসাল মাকসুদুর রহমান ও মদিনা হজ মিশনে কর্মরত কাউন্সিলর মো. জহির উদ্দিন জানান, এ নিয়ে চলতি বছর সৌদিতে হজ করতে এসে ২১ বাংলাদেশি মারা গেলেন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন ও মদিনায় ৫ জন।
হজযাত্রী মো. জাকের হোসেন অসুস্থ হয়ে মদিনা মনোয়ারার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সিটি করপোরেশনের বাকলিয়া থানাধীন চকবাজারে। বাবার নাম সুলতান আহমেদ। জাকির হোসেনের পাসপোর্ট নম্বর বিজে ০৫৬১৬৯৭ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।
এর আগে স্থানীয় সময় শনিবার সকালে মক্কা আল মুকাররমায় হৃদরোগে মারা যান মো. আবদুর রাজ্জাক মিয়া। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। তাঁর পাসপোর্ট নম্বর বিএন ০৮১২৮৮১ ও পিলগ্রিম আইডি ০২৩৯০৪৫।