আগামীকাল পাওয়া যাবে ১ সেপ্টেম্বরের টিকিট
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে গত ১৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২২ আগস্ট ছিল অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। এদিনে বিক্রি হয়েছে ৩১ আগস্টের টিকিট। তবে আগামীকাল কমলাপুর স্টেশন থেকে স্বাভাবিক নিয়মে বিক্রি হবে ১ সেপ্টেম্বরের টিকিট।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, আজকে শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ দিন অর্থাৎ ৩১ আগস্টে সারাদিনে বিক্রি হবে ২৫ হাজার ১০২টি টিকিট। এ ছাড়া অন্যান্য চলতি ট্রেন মিলিয়ে টিকিট বিক্রি হবে ৫০ হাজার। তবে আগামীকাল আমরা স্বাভাবিক নিয়মে সকাল থেকে আগামী ১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করবো।
ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ হাজার যাত্রী আনা-নেয়া করবে রেলওয়ে। আগামী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পর ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।