সব

ঠাকুরগাঁওয়ে ডাকাতির সময় ৩ ডাকাত আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 23rd August 2017at 12:51 pm
37 Views

এস. এম. মনিরুজ্জামান মিলনঃ ঠাকুরগাঁওয়ে ডাকাতির সময় ৩ জন ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। গতকাল রাত ১০ টায় সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে সারোডুবি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় রাত ১০ টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঐ এলাকার রাস্তা পাকা করণের কাজে নিয়োজিত লোকদের আশ্রয়স্থলে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। ডাকাতির বিষয়টি স্থানীয়রা টের পেলে ডাকাতদের ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় আব্দুল কাদের (২৫), শামিম (২৭), নুরে আলম (২২) কে ধরলেও বাকি ৬-৭ জন পালিয়ে যায়।

পরে রাস্তার কাজে নিয়োজিত কর্মচারীরা তাদের ঠিকাদার বদরুল ইসলামকে বিষয়টি জানালে ঠিকাদার বদরুল ইসলাম তাৎক্ষণিক শুখানপুখরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সেখানে স্থানীয় মেম্বারদের পাঠান।

স্থানীয়রা তাদের মেম্বারদের কাছে হস্থান্তর করেন। বর্তমানে ডাকাত সদস্যদের স্থানীয় ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে।


সর্বশেষ খবর