সব

‘প্রধানমন্ত্রীর বাক সন্ত্রাস থেকে প্রধান বিচারপতিসহ কেউ রেহাই পাচ্ছে না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 23rd August 2017at 1:17 pm
55 Views

স্টাফ রিপোর্টারঃ বিচার বিভাগ ও সর্বোচ্চ আদালতকে হেয় করার পরিণতি শুভ হয় না। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সংঘর্ষের দিকে ঠেলে দেয়া হচ্ছে তা আগুন নিয়ে খেলার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দলের সর্বশেষ অবস্থান জানাতে জরুরি এ সংবাদ সম্মেলন করেন ফখরুল। এসময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের বাক সন্ত্রাস থেকে প্রধান বিচারপতি, সুশীল সমাজসহ দেশের কেউ রেহাই পাচ্ছে না। সম্প্রতি ষোড়শ সংশোধনীর যুগান্তকারী রায়ে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রীসহ তার দলের নেতারা উচ্চ আদালত, বিচার বিভাগ, সম্মানীত বিচারপতিদের এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদগার করে বক্তৃতা দেয়া শুরু করেছেন।

তিনি বলেন, ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে আক্রমণের লক্ষ্যে পরিণত করেছে। তারা যে পরিবেশ সৃষ্টি করেছে তা দেশ ও রাজনীতির জন্য অশনিসংকেত। ক্ষমতাসীনদের অপছন্দের রায়ের কারণে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। এটা দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে বলে আমরা মনে করি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তবুও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন। এমন একটি দায়িত্বশীল পদে থেকে তিনি যেভাবে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন তা আগুন নিয়ে খেলা করার শামিল।

তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে দেশের বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালতকে এভাবে হেয় করলে তার পরিণতি কখনও শুভ হয় না। আমরা এই আত্মঘাতি পথ থেকে সরে আসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহবান জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা স্বাতন্ত্রতা এবং মর্যাদার প্রতি নিজেদের অবস্থান ঘোষণা করছে।


সর্বশেষ খবর