সব

বাদ পড়াদের কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার আহ্বান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 23rd August 2017at 11:36 pm
61 Views

স্টাফ রিপোর্টারঃ ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়াদের সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শেষে এখন স্থানীয় কেন্দ্রে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেয়া হচ্ছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের সময় যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, তারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও সংশ্লিষ্ট দলিলসহ নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ২০ আগস্ট থেকে এসব নাগরিকের তথ্য নিবন্ধন শুরু হয়েছে স্থানীয় নির্বাচন কেন্দ্রে। ৫ নভেম্বর পর্যন্ত তা চলবে।

২০১৮ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের ভোটার করা হচ্ছে এবার।

জানা যায়, হালনাগাদ কর্মসূচি অনুযায়ী ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৮৩টি উপজেলায়, ১৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২১৬টি উপজেলায় এবং ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১১৮টি উপজেলায় নির্বাচন কেন্দ্রে নিবন্ধন চলবে।


সর্বশেষ খবর