সব

যুদ্ধবিমান মিগ ৩৫ কিনতে চায় বাংলাদেশ’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 24th August 2017at 4:23 pm
50 Views

স্টাফ রিপোর্টারঃ রাশিয়া থেকে যুদ্ধবিমান মিগ ৩৫ কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। শিগগিরই এ নিয়ে মস্কোতে আলোচনা হবে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।ওই খবরে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি পেরু ও মিয়ানমারও একই ধরনের বিমান কেনায় আগ্রহ দেখিয়েছে।ওই তিন দেশের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন মিগ এয়ারক্রাফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়া তারাসেনকো।তারানেসকো বলেন, ‘মিগ ৩৫ সরবরাহের জন্য আমরা আলোচনা করব। এ নিয়ে আমাদের অনেক কিছু আলোচনা করার আছে।’যুদ্ধবিমান ‘মিগ ২৯’-এর নকশা প্রস্তুতকারী সংস্থা মিকয়ান ‘মিগ ৩৫’কে বলছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান।গত ২৬ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হয় ‘মিগ ৩৫’। পরের দিনই আন্তর্জাতিকভাবে একে তুলে ধরে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর