রাজধানী তুরাগে চলছে স্মার্ট কার্ড বিতরণ
সাইফুল ইসলাম পাবেলঃ দশ আঙ্গুলের ছাপ ও চোখের কনীনিকার (আইরিশ) প্রতিচ্ছবি সংগ্রহ করে রাজধানী উওরায় ও তুরাগ এলাকায় চলছে নিবন্ধিত নাগরিকদের ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্রের বিতরণ ।
গত ২২ আগস্ট থেকে ২৮শে সেক্টেমবর পর্যন্ত একটানা তুরাগে ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্র বা নাগরিক কার্ড বিতরণ চলবে ।
এ বিষয় নিয়ে কথা হয় থানা নির্বাচন অফিস, উওরা টিম লিডার মো নাইম হাসানের সাথে । তিনি বলেন, আমরা গত ২২ আগস্ট থেকে তুরাগে কাজ করে যাচ্ছি । প্রথমে কিছু সমস্যার মুখোমুখি হয়েছি আমরা, এখন সেটা কাটিয়ে উঠছি । আমরা কালিয়ারটেক, রোশাদিয়া, খায়েরটেক, নয়ানীচালা ‘স্মার্ট’ জাতীয় পরিচয়পত্রের বিতরণ করি । এতে যে পরিমাণ গ্রাহক থাকার কথা ছিলো তার চেয়ে একটু কম দেখা মিলচ্ছে । কালিয়ারটেক ২৫৩৩ জন রোশাদিয়া ৫৬৮ জন খায়েরটেক ২০৪৩ নয়ানীচালা ১১৭৮ এর ভেতর মোট সংখ্যা ৬৩১৮ জন এর ভেতর উপস্থিত পেয়েছি ৩১০১ জন আর ৪৬ জন কে আঙ্গুলের ছাপ না মেলা, স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ না করা, নিবন্ধন ফর্মের প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে না থাকা ও ঠিকানা পরিবর্তনের আবেদন করায় অনেকে ‘স্মার্ট’ কার্ড দেয়ে হয়নি ।
স্থানীয় নেতা জসিম মাহামুদ পলাশ বলেন, প্রথমে কিছু সমস্যার মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তারা । এখন সেটা কাটিয়ে উঠেছে । আমরা এখানকার স্থানীয় কিছু নেতারা নির্বাচন অফিসের লোকদের ও সাধারণ মানুষদের পাশে কাজ করে যাচ্ছি, পাশাপাশি এখানে কোন ধরণের সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখছি ।
এদিকে কথা হয় হরিরামপুর ইউপি আওয়ামী লীগ এর সভাপতি মো আব্দুর রাজ্জাক মেম্বারের সাথে । তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় চ্যালেন ছিল জাতীয় নির্বাচন আগে ‘স্মার্ট’ কার্ড বিতরণ করা ।
বিস্তারিত…………