ঈদকে সামনে রেখে উওরা জোনে ব্যাপক নিরাপত্তা
মোঃ শাহাজালাল জুয়েলঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উওরা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে রাজধানী উওরাসহ আশেপাশে বড় ছোট গরুর হাট ও শপিংমলগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে মাঠে একাধিক টিম নামানোর কৌশল ঠিক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে গরুর হাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উওরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শাহেনশাহ্ মাহাম্মুদ । তিনি বলেন, এ সময় সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নারী ক্রেতা সমাগম বেশি এমন মার্কেটগুলোতে হয়রানি ও ইভটিজিং রোধে বিপুল সংখ্যক মহিলা পুলিশ মোতায়েনেরও সিদ্ধান্ত নেয়া হয় । কুরবানি ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি রাজউক ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন উপ-পুলিশ কমিশনার ( উওরা জোন ) জয়দেব ভদ্র ।
এদিকে ঈদকে সামনে রেখে ট্রাফিক উওর জোনের সিনিঃ সহঃ পুলিশ কমিশনার জিন্নাত আলী মোল্লা জানিয়েছেন, কুরবানি ও ঈদুল আযহা উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো- যেকোনো মূল্যে মহাসড়ক যানজট মুক্ত রাখা; সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা করা; সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করা; মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে পবিত্র কুরবানি ও ঈদুল আযহা উদযাপন নির্বিঘ্ন করতে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে ।