সব

ঈদকে সামনে রেখে উওরা জোনে ব্যাপক নিরাপত্তা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th August 2017at 2:22 pm
71 Views

মোঃ শাহাজালাল জুয়েলঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উওরা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিশেষ করে রাজধানী উওরাসহ আশেপাশে বড় ছোট গরুর হাট ও শপিংমলগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে মাঠে একাধিক টিম নামানোর কৌশল ঠিক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে গরুর হাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উওরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শাহেনশাহ্ মাহাম্মুদ । তিনি বলেন,  এ সময় সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নারী ক্রেতা সমাগম বেশি এমন মার্কেটগুলোতে হয়রানি ও ইভটিজিং রোধে বিপুল সংখ্যক মহিলা পুলিশ মোতায়েনেরও সিদ্ধান্ত নেয়া হয় । কুরবানি ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি রাজউক ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন উপ-পুলিশ কমিশনার ( উওরা জোন ) জয়দেব ভদ্র ।

এদিকে ঈদকে সামনে রেখে ট্রাফিক উওর জোনের সিনিঃ সহঃ পুলিশ কমিশনার জিন্নাত আলী মোল্লা জানিয়েছেন, কুরবানি ও ঈদুল আযহা উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো- যেকোনো মূল্যে মহাসড়ক যানজট মুক্ত রাখা; সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, থ্রি-হুইলার, ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা করা; সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করা; মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে পবিত্র কুরবানি ও ঈদুল আযহা উদযাপন নির্বিঘ্ন করতে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে ।


সর্বশেষ খবর