সব

১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th August 2017at 5:41 pm
60 Views

স্টাফ রিপোর্টারঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো ধরপাকড় আতংক ছড়িয়ে পড়ায় ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা।

শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় ১৪৬ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের বেশির ভাগই নারী, শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছেন টেকনাফ ২নং বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। এ সময় বিজিবি সদস্যরা ১৪৬ জনকে আটক করে মানবিক সহায়তা দিয়ে পুনরায় দেশে ফেরত পাঠায়।

ফেরত পাঠানো রোহিঙ্গাদের বরাত দিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘গত রাতে রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়েছে।

সেনাবাহিনীর ১৮টি চৌকিতে হামলার কথা প্রচার পাচ্ছে। এ কারণে এসব রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য ছুটে আসছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় মিয়নিমার পুলিশের ৯ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর।

এ ঘটনায় চিরুনি অভিযানে ঘরহারা হয় ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মৃত্যু হয়েছে অনেকের। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭০ হাজার রোহিঙ্গা।

এসব রোহিঙ্গারা এখনো টেকনাফের লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার কুতুপালং ও বালুখালীর ক্যাম্পে অবস্থান করছে। এখন আবারো রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে বলে দাবি করছে সীমান্ত এলাকার লোকজন।


সর্বশেষ খবর