সব

গাজীপুরে পর্নোগ্রাফি বিস্তার চক্রের ১৭ সদস্য গ্রেফতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th August 2017at 3:43 pm
39 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার চম্পাকলি মার্কেট থেকে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গত ২৩ আগস্ট বুধবার বিকেলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল চম্পাকলি মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের ১৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাইরেসি ও পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত ২৭টি মনিটর, ২৭টি সিপিইউ, ৭৩০টি সিডি ক্যাসেট, ৭৫টি কার্ড রিডার, ১৮টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়েছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়।


সর্বশেষ খবর