সব

ঈদে গাজীপুরের সড়ক-মহাসড়কে দায়িত্বে থাকবে ১২০০ পুলিশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th August 2017at 3:50 pm
44 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ যানজট নিরসনে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসন্ন ঈদ-উল- আযাহা পর্যন্ত গাজীপুরে ১২শ পুলিশ সদস্য সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করবে। ২৫ আগস্ট শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে
গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে গাজীপুরের কোন পুলিশ সদস্যের ছুটি হবে না। আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য ঈদের দিন পর্যন্ত রাস্তায় থেকে ঈদে ঘরমুখো সাধারণ মানুষদের পার করার পর আমরা ঈদ করব। আমাদের কোন পুলিশ সদস্যের ছুটি হয় নি
এবং ছুটি দিবও না।

তিনি বলেন, জয়দেবপুর চৌরাস্তা, চন্দ্রা ত্রিমোড়ে স্থাপন করা হবে কন্ট্রোল রুম। এছাড়া রাস্তায় ৪০/ ৫০টি মোবাইল টিম থাকবে, থাকবে চেকপোষ্ট, ওয়াচ টাওয়ার। তিনি আরো জানান, আগে গাজীপুরের কয়েক জায়গায় গরুর হাট রাস্তায় ছিল। এবার রাস্তায় বসার অনুমতি দেয়া হয় নি। গরুর হাট যাতে রাস্তায় না বসে, রাস্তায় না ওঠতে পারে এবং যান চলাচলে বাধার সৃষ্টি করতে না পারে সে কারণে গরুর হাট গুলোতে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে।

এ ছাড়া গরুর হাটের ইজারাদারদের নিরাপত্তা, তাদের টাকা-পয়সা আনা নেয়াসহ সবকিছুতেই পুলিশ তাদের সহযোগিতা করবে। শুধু তাই নয় গরুর হাটে শৃঙ্খলার পাশাপাশি মলমপার্টির উৎপাত, জাল টাকা প্রতিরোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর