১১ ঘন্টা পর চালু খুলনা রেল যোগাযোগ
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার পোড়াদহ জংশনে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে।
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে শনিবার সকাল সোয়া ৭টায় এ রুটে আংশিক ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনসহ পেছনের বগি লাইনচ্যুত হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল কর্তৃপক্ষ জানান শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরো জানান, রাতেই ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি সরালে শনিবার সকাল সোয়া ৭টায় আংশিক ট্রেন চলাচল শুরু হয়।