আইএস সন্ত্রাসীদের নিরাপদে পৌঁছে দিল আমেরিকা
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে আইএসের কয়েকজন সদস্যকে বিমানে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে আমেরিকা।
ওই এলাকায় আইএস(দায়েশ) সন্ত্রাসীদের অবস্থানের খুব কাছাকাছি রয়েছে সিরিয়ার সেনারা এবং পাশের একটি মরুভূমিতে বিপুল সংখ্যক আইএস ঘেরাওয়ের মাঝে রয়েছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। সংস্থাটি বলছে, গতকাল (বৃহস্পতিবার) ভোরে দেইর আয-জোরের বেকরেস এলাকা থেকে চার দায়েশ সন্ত্রাসী ও একজন বেসামরিক ব্যক্তিকে হেলিকপ্টারে করে নিয়ে যায় মার্কিন বাহিনী। যে বাড়ি থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সে বাড়িটি আইএসে অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এর মধ্যে মিশরের তিন আইএস সন্ত্রাসী ও একজন বিদেশী বোমা বিশেষজ্ঞ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারে করে আইএস সন্ত্রাসীদের ওই বাড়ি থেকে সরিয়ে নেয়ার পর অস্ত্রের গুদামটি বোমা দিয়ে উড়িয়ে দেয়া হয়। এর আগেও বিভিন্ন সময় দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। সূত্র: পার্সটুডে