গাজীপুরে গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুর করেসপন্ডেন্টঃ গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় গাড়িচাপায় রবিউল ইসলাম (২৮) নামে এক সোয়েটার কারখানার শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রংপুরের পীরগঞ্জ থানার রহিমপুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি রবিউলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত রবিউল গাজীপুরের বাসন সড়ক এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন।