বন্যার্তদের কষ্ট লাঘবে দ্রুত ব্যবস্থা নিন: ছাত্রশিবির
স্টাফ রিপোর্টারঃ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছাত্রশিবির ঘোষিত ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে গতকাল ও আজ শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত আরো তিনটি জেলা টাঙ্গাইল, জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসব ত্রাণ কার্যক্রমে অংশগ্রহন করেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, দাওয়া কার্যক্রম সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জামিল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কালে শিবির নেতৃবৃন্দ বলেন, “ভয়াবহ বন্যায় সব কিছু হারিয়ে মানুষ এখন নি:স্ব । বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। ঘরবাড়ি হারিয়ে বন্যাদুর্গতরা আশ্রয় নিয়েছে রাস্তার পাশে। খাবার, বিশুদ্ধ পানির সংকট এখনো বিদ্যমান। এখনো বহু এলাকা বন্যা কবলিত। এতদিন পেরিয়ে গেলেও বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও সহায়তার ব্যবস্থা করা হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে তা’ও সরকার সমর্থকরাই পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাহাকার রয়েই গেছে।
কিছু জায়গায় পানি কমলেও নানা রোগ বালাই প্রকট আকার ধারণ করেছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে তারা আরেকটি বিপর্যয়ের মধ্যে পড়বে তাতে কোন সন্দেহ নেই। তাই বন্যার্তদের কষ্ট লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমরা সরকার ও আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে সমাজের বিত্তবান সহ সকলকে যার যার সাধ্যমত এগিয়ে আসার আহবান জানাচ্ছি।”
নেতৃবৃন্দ বলেন, “ছাত্রশিবির প্রথম থেকেই সাধ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কাজে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্র গঠিত শিবিরের ত্রাণ কমিটি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়াও দুর্গত এলাকার জনশক্তিরা ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আবারো দল মত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।”
টাঙ্গাইল: ছাত্রশিবির টাংগাইল শহর ও জেলার উদ্যোগে কালিহাতী উপজেলার দূর্গাপুর, দশকিয়া, সল্লাহ, মগড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে নেতৃত্বদেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল শহর সভাপতি মুশফিকুর রহিম, শহর সেক্রেটারি আশিক আআব্দুল্লাহ ও জেলা সেক্রেটারি রাসেল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামালপুর: কেন্দ্রীয় দাওয়া কার্যক্রম সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জামালপুর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জামিল মাহমুদ, জামালপুর জেলা সভাপতি মোকাদ্দেস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে ভোলাহাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জেলা সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে এ সময় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)