আদালতের নির্দেশ অমান্য অসহায়ের জমি দখল করে পাকা ভবন নির্মাণ
গৌরনদী প্রতিনিধিঃ জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তা অমান্য করে বরিশালের
গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামে এক অসহায় দিন মজুরের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন এক প্রবাসী প্রভাবশালী ও তার স্ত্রী। দিন মজুর মালেক হাওলাদার গৌরনদী থানায় অভিযোগ দেয়ার পরেও তা আমলে নিচ্ছেন না পুলিশ। গত রবিবার আদালত অপমাননার মামলা করার পরেও তা তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালী দুই দখলদার।
স্থানীয় লোকজন জানান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল মৌজার এস এ ১৮৩ খতিয়ানের ৭৮২ দাগের ১৪ শতাংশ জমির রেকর্ডিয় মালিক দিন মজুর মালেক হাওলাদার (৫২)। মালেক হাওলাদার অভিযোগ করে বলেন, ওই গ্রামের মৃত খালেক হাওলাদারের পুত্র প্রবাসী লিটন হাওলাদার ও তার স্ত্রী শাহিদা বেগম টাকা ও ক্ষমতার জোরে মোর জমি দখল করে পাকা ভবন নির্মাণ শুরু করেন। মুই বাধা দিলে মোরে মারধর করে কাজ চালিয়ে যায়। মুই থানায় যাইয়াও কোন বিচার পাই নাই। স্থানীয় বোরাদী গরঙ্গল গ্রামের আ. ছত্তার, কুদ্দুসুর রহমানসহ কয়েকজন জানান, তারা দখলদারকে জমি দখল করতে নিষেধ করলে সে নিষেধ
অমান্য করে কাজ অব্যহত রেছেন। আমরা অসহায় দিন মজুরকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।
মালেক হাওলাদার আরো জানান, তিনি আদালতের শরনাপন্ন হলে জেলা ম্যাজিষ্ট্রেড আদালত জমির উপর নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। পরবর্তিতে গত ১০ আগষ্ট লিটন হাওলার ও তার স্ত্রী শাহিদা আদালতে গিয়ে নিজের পুরান ঘর সংস্ককারের অনুমতি গ্রহন করে পুনরায় জমি দখলের কাজ শুরু করেন। গত ১৭ আগষ্ট বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত সংস্কার কাজ করার আদশে বাতিলসহ জমির উপর নিষেধাজ্ঞা জাড়ি করে তা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে মালেক হাওলাদার অভিযোগ করেন। গত রবিবার (২৭ আগষ্ট) মালেক হাওলাদার আদালতে লিটন ও তার স্ত্রী শাহিদার বিরুদ্ধে আদালত অপমাননান আবেদন করলে আদালত গৌরনদী থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওসি বিষয়টি তদন্তের জন্য গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাজাহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। উপ-পরিদর্শক(এসআই) মো. মাজাহারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মালেকের অভিযোগের সত্যতা রয়েছে। নির্মান কাজ বন্ধসহ যথাসময়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।