সব

১০ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ সাকিব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 30th August 2017at 3:36 pm
FILED AS: খেলা
44 Views

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। চতুর্থদিনে লাঞ্চের পর টানটান উত্তেজনায় শেষ দুই উইকেটের পতন ঘটে।

সাকিব প্রথম ও দ্বিতীয় ইনিংসে পরপর ৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যাক্সওয়েলকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেলেন সাকিব।

এ ছাড়া টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ১০ উইকেট নিয়েছিলেন সাকিব।

এদিকে খেলা শেষে সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান বলেছেন, অনেকে হয়তো ভেবেছিল আমরা জিততে পারবো না। কিন্তু সবাই আমাদের সাপোর্ট দেওয়াতেই আমরা জিততে পেরেছি। আর আমি গতকাল ভেবেছিলাম জয় পাবো না। কিন্ত আমার বউ বলেছিল, তুমিই একমাত্র আছো বাংলাদেশকে জেতাতে পারো।

মিরপুর স্টেডিয়ামে আজ বুধবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের জন্য ২১ রান বাকী থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


সর্বশেষ খবর