সব

ঈদুল আজহার প্রধান জামাতের সূচি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 30th August 2017at 4:02 pm
FILED AS: ধর্ম
55 Views

স্টাফ রিপোর্টারঃ আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে নামাজের এই সময়সূচি জানিয়েছে।

এদিকে ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫ টি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।


সর্বশেষ খবর