শাহজালালে ২০ লাখ টাকার সিগারেট জব্দ
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) শাহজালালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ৫০হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেট ২৫৩টি কার্টনে পাওয়া যায়। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল এসব তথ্য জানান।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় আগে থেকেই শুল্ক গোয়েন্দার সদস্যরা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীতে ৪নং ব্যাগেজ বেল্টে আনুমানিক ভোর ৬ টায় পরিত্যক্ত অবস্থায় উক্ত সিগারেটগুলো পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টন ও লাগেজ খুলে ৫৩ হাজার ৬০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটককৃত সিগারেট ২৫৩টি কার্টনে পাওয়া যায় যার সব ৩০৩ ব্র্যান্ডের।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।