সুস্থ আছেন মোশাররফ করিম
বিনোদন ডেস্কঃ সুস্থ আছেন মোশাররফ করিম। আগামীকাল তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। কোন চিত্রনাট্যের ইনট্রু নয় এটি। সত্যিই অসুস্থ হয়ে পরেছিলেন হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
তবে, হাসপাতাল থেকে রিলিজ নিলেও তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ করিমের চিকিৎসক অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে পুবাইলের নাটকের শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন মোশাররফ। রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।