সব

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd September 2017at 7:33 pm
FILED AS: খেলা
48 Views

নড়াইল করেসপন্ডেন্টঃ নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতীয় দলের ওয়ানডের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির চিরচেনা সেই খেলার (সরকারি বালক বিদ্যালয়ের মাঠ) মাঠের পাশে অবস্থিত নড়াইল পৌর ঈদগাহে জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন সেরা এই বাঙ্গালি।

ঈদগাহ নিকটে হওয়ায় তিনি হেটেই ঈদগাহে যান। ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে যান মাশরাফি। এ সময় মাশরাফির পরনে ছিল সাদা রঙের পানজাবি।

নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুলাকুলি করেন। সাংবাদিক ও ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেন। আত্মীয় স্বজন ও ভক্তদের আলাদা করে সময় দেন।

বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) তিনি জন্মস্থান নড়াইলে পৌছান। পিতা-মাতা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও নড়াইলের ভক্তদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই তিনি প্রাণপ্রিয় নড়াইল আসেন। নড়াইলে আসলে বেশির ভাগ সময় কাটান নড়াইল শহরে মামাবাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তাইতো প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য তার মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা। তুলছেন সেলফি। কোন বিরক্তি বা ক্লান্তি ছিল না তার চোখে মুখে। কেউ গেলে মুচকি হাসি দিয়ে তাকে ঈদ শুভেচ্ছা জানান।

আগতদের সেলফি তুলতে সহযোগিতা করেছেন। শুনেছেন অনেকের সুখ দুঃখের কথা। নড়াইলকে নিয়ে তার অনেক স্বপ্নের কথা বলেছেন। সর্বোপরি তিনি দেশবাসির নিকট দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর