ওআইসির জরুরি সম্মেলনে যাচ্ছেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টারঃ জেরুজালেম ইস্যুতে তুরস্কের আমন্ত্রণে ওআইসির জরুরি শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন।
আজ রোববার বেলা ১১টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আগামী ১৩ ডিসেম্বর ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বৈঠক আহ্বান করেছেন।
উল্লেখ্য, বধবার (৩০ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এর পরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানওআইসির জরুরি শীর্ষ সম্মেলনের আহ্বান করেছেন।