সব

চিরদিনের জন্য চলে গেলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 15th December 2017at 7:32 am
119 Views

 

স্টাফ রিপোর্টারঃ সকল মায়া-মমতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে গেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্নলিল্লাহি…রাজিউন)। শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।

গতকাল  শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে  হাসপাতালে নেয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।  ভোর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ছিল। শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রেখেছিলেন। অবশেষে বিধাতার ডাকে সাড়া দিয়ে রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

জানাজার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার মহিউদ্দিন চৌধুরী সুস্থ হওয়ার পর দুপুরে চট্টগ্রামের ঘরে ফিরেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে করে সড়কপথে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্কয়ার হাসপাতালের দু’জন চিকিৎসক,তার বড় ছেলে  আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পরিবারের অন্য সদস্যরা।

গত ১১ নভেম্বর রাতে হার্টের সমস্যা ও কিডনিজনিত রোগে গুরুতর অসুস্থ পড়লে তাকে নগরীর ম্যাক্স হাসাপাতালে ভর্তি করা হয় । ১২ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে  ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং তাকে  সেখানে এনজিওগ্রাম দেওয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফিরে পুনরায় স্কয়ার হাসাপাতালে ভর্তি হন।

সিঙ্গাপুরের গ্ল্যানিগ্লেস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি ডায়ালাইসিস করা হয়। এরপর তিনি সুস্থ হলে  গত মঙ্গলবার নিজ জন্মস্থান চট্টগ্রামে ফিরে যান।


সর্বশেষ খবর