১৯ মে প্রিন্স হ্যারি-মেগানের বিয়ে
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th December 2017at 2:58 pm
FILED AS: আন্তর্জাতিক
121 Views
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বছরের ১৯ মে প্রিন্স হ্যারি ও মেগান ম্যারকেলের বিয়ে হবে। শুক্রবার কেনসিংটন প্যালেস থেকে রাজকীয় এ বিয়ের ঘোষণা দেয়া হয়েছে।
মার্কিন অভিনেত্রী মেগান ও ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি গত মাসে তাদের বাগদানের বিষয়টি জানান। সে সময় তারা আরও জানান, তাদের বিয়ে হবে উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে।
হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করে আসছেন ২০১৬ সাল থেকে। নভেম্বরে তাদের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে জানান, সন্তানের বিয়ের খবর সবাইকে ‘জানাতে পেরে আনন্দিত’।
প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবারের সদস্যরা। বাগদান অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। তখনই জানানো হয়েছিল, বিয়ের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সূত্র : বিবিসি/জাগো নিউজ