ছেলে মদ্য পানে ঘুমে মত্ত, পুড়ে মরল বাবা
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশীদের চিৎকারেও ঘুম ভাঙেনি ছেলের৷ অবশেষে পুলিশের ধাক্কায় ঘুম ভাঙল৷ ততক্ষণে সব শেষ৷ মদ্যপ ছেলের পাশের ঘরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবার৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডের চার্ণক ফাঁড়ি সংলগ্ন গলিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জগৎজ্যোতি দে (৬৫)৷ প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জগৎজ্যোতিবাবুর ছেলে ও বউমাকে আটক করেছে৷
স্থানীয় সূত্রের খবর, জগৎবাবুর ছেলে মাঝেমধ্যেই বাড়িতে মদের পার্টি বসাতেন৷ অন্যদিনের মতো শুক্রবার রাতেও বাড়িতে বসেছিল মদের আসর৷ গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি৷ মাঝরাতে কোনওকারণে শটসার্কিট থেকে অগ্নিদগ্ধ হন বৃদ্ধ৷প্রতিবেশীদের অভিযোগ, বৃদ্ধার চিৎকার শুনে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে জানালা দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হলেও তাঁর পুত্র ও পুত্রবধূকে ঘুম থেকে ওঠানো যায়নি৷
বাধ্য হয়েই বাসিন্দারা পুলিশে খবর দেন৷ অবশেষে পুলিশ এসে দরজায় ধাক্কা দিয়ে তোলেন জগৎবাবুর পুত্র ও পুত্রবধূকে৷ ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয়েছে প্রৌঢ়ের৷ স্থানীয় সূত্রে খবর, জগৎজ্যোতিবাবু হিন্দমোটরের প্রাক্তন কর্মী। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
সুত্রঃ কলকাতা ২৪/৭