সব

জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মাশরাফিদের বিনম্র শ্রদ্ধা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th December 2017at 7:35 pm
FILED AS: খেলা
130 Views

স্পোর্টস ডেস্কঃ আজ মহান বিজয় দিবস। একাত্তরের এই দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল।

অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জন হয়েছিল। তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জাতীয় দলের ক্রিকেটরারাও।

জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে গিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা সকল বীরদের প্রতি।’

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান স্মরণ করেন বীরদের, ‘দেশবাসীকে বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।

বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি এই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা আর সেই পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অধিকার! তাদের সেই আত্মত্যাগই হোক জাতিহিসেবে আমাদের একত্রে সামনে চলার প্রেরণা।’

সবেক অধিনায়ক মুশফিকুর রহিম দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সকল শহীদদের যারা বাংলাদেশ এর জন্য অকাতরে দান করে গেছেন নিজেদের জীবন।’

বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ শহীদদের স্মরণ করতে ভুলেননি, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।’

আর তরুণ হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান নিজের ফেসবুকে লিখেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না।’


সর্বশেষ খবর