ট্রাম্প আন্তর্জাতিক মাস্তান: মাহাথির
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক মাস্তান ও খলনায়ক বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রেক্ষিতে শুক্রবার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে এমন মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, মালয়েশিয়ার বিরোধীদলীয় জোটের চেয়ারম্যান মাহাথির বলেন, সব ধরনের শক্তি প্রয়োগ করে হলেও অবশ্যই ট্রাম্পকে ঠেকাতে হবে।
তিনি বলেন, আজ আমরা একজন আন্তর্জাতিক মাস্তানকে দেখছি। ট্রাম্প, আপনি যান, গিয়ে নিজের মতো কাউকে খুঁজে বের করুন। এ সিদ্ধান্ত কেবল মুসলিম ক্ষোভকেই বাড়িয়ে দেবে।
এসময় সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবানও জানান মাহাথির। মাহাথির বলেন, এ খলনায়ক যিনি কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে ঠেকাতে আমাদেরকে অবশ্যই আমাদের সব ক্ষমতা ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প।