সব

ভারতকে পেছনে ঠেলে দিচ্ছে বিজেপি: রাহুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th December 2017at 7:40 pm
134 Views

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েই কেন্দ্রে শাসকদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করলেন রাহুল গান্ধী। তার অভিযোগ, বিজেপি দেশকে পেছনের ঠিকে ঠেলে দিচ্ছে, নিয়ে গেছে মধ্যযুগে।

দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে শনিবার ১৩২ বছরের পুরনো এই দলের সভাপতির দায়িত্ব নেন রাহুল। এর মধ্য দিয়ে ১৯ বছর পর পরিবর্তন হলো কংগ্রেস সভাপতি।

মা সোনিয়া গান্ধীর হাত থেকে শতাব্দী প্রাচীন এই দলের দায়িত্ব নিলেন রাজীবপুত্র। বিশ্লেষকরা বলছেন, ৪ বছর ধরে দলের সহ–সভাপতির দায়িত্ব পালন করার পর এবার সভাপতি হিসেবে রাহুলের সামনে বড় চ্যালেঞ্জ।

রাহুলের অভিষেক ঘিরে শুক্রবার থেকেই কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ২৪ আকবর রোডের সামনে ছিল সাজ সাজ রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কংগ্রেসকর্মী এসে জড়ো হন সেখানে।

রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে বরণ করার অনুষ্ঠানে যেন কোনও ত্রুটি না থাকে, সে ব্যাপারে প্রস্তুতি ছিল তুঙ্গে।

শনিবার সকাল হতেই শুরু হয় নাচগান আর রাহুল গান্ধীর নামে স্লোগান। এরপর মা সোনিয়া ও দিদি প্রিয়াঙ্কাকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন রাহুল। ছিলেন জামাইবাবু রবার্টও। পুত্র রাহুলের হাতে সভাপতির দায়িত্ব তুলে দিয়ে কার্যত নিশ্চিন্ত হলেন সোনিয়া।

বললেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে লড়তে গেলে রাহুলের মতো তরুণ তুর্কির নির্ভীক ও মজবুত নেতৃত্ব প্রয়োজন কংগ্রেসের। গান্ধী পরিবারের ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাস দায়িত্বের সঙ্গে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাহুলের রয়েছে।

অন্যদিকে বিজেপির ভয়ের রাজনীতির বিরুদ্ধে কর্মীদের রুখে দাঁড়ানোর ডাক দিলেন রাহুল। বললেন, মোদি দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে আগুন ধরানোর চেষ্টা করছেন।

আর সভাপতি হওয়ার পর তার প্রথম কাজই হবে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই। দলের সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করার আহ্বানও জানান তিনি।

রাহুল অভিযোগ করেন, এক জনের ভাবমূর্তি তৈরি করতে গিয়ে গোটা দেশের ক্ষতি হচ্ছে। গণতন্ত্রের ওপর এমন আঘাত মানবে না কংগ্রেস। কারণ দেশে আগুন লাগানোর চেষ্টা করছে বিজেপি।

এ অবস্থায় দেশকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেসই।তিনি বলেন, ‘ওরা (বিজেপি) ভাঙতে পারে। আর কংগ্রেস তৈরি করে। তাই মোদির জমানায় দেশ শুধুই পিছনের দিকে হাঁটছে, মধ্যযুগে ফিরেছে।

সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া


সর্বশেষ খবর