সব

পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th December 2017at 9:54 pm
107 Views

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত এবং ৪৫ জন আহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রোববার দুপুরের দিকে কোয়েটার জার্গুন সড়কের বেথেল মেমোরিয়াল মেথডিস গির্জায় ওই হামলা হয়েছে। গির্জায় তখন প্রার্থনা সবে শুরু হয়েছে। সে সময় বিস্ফোরক নিয়ে বেথেল মেমোরিয়াল মেথডিস্ট গির্জায় ঢুকে পড়ে জঙ্গিরা।

প্রথমেই একজন আত্মঘাতী হামলা চালায়। এরপর গির্জার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে আহত আরেক আত্মঘাতী জঙ্গি উড়িয়ে দেয় নিজেকে। ওই সময় অন্য জঙ্গিরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে সেখান থেকে দু’জন জঙ্গি পালিয়ে যায়।

জানা গেছে, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। ঘটনার সময় প্রায় চার শতাধিক খ্রিষ্টান গির্জার ভেতরে ছিলেন। বড়দিনকে কেন্দ্র করে ইসলামি জঙ্গিদের হামলার ঘটনা নতুন নয়। সে কারণে আগে থেকেই গির্জায় সতর্কতা জারি ছিল। তার পরেও এ ধরনের ঘটনা ঘটেছে।

বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোয়াজ্জেম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে জানিয়েছেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আল জাজিরা


সর্বশেষ খবর