পূর্ব জেরুসালেমে তুর্কি দূতাবাস খুলতে চান এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তিনি পূর্ব জেরুসালেমে একটি তুর্কি দূতাবাস খুলতে চান।
জেরুসালেমকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেবার কথা বলার পর এ কথা বললেন মি. এরদোয়ান।
মি. ট্রাম্পের ওই সিদ্ধান্ত ঘোষণার পর তার কড়া নিন্দা করেছিলেন মি. এরদোয়ান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়।
ইসরায়েল বর্তমানে জেরুসালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ করে, এবং একে তারা ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে গণ্য করে। মি. এরোয়ান কি ভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবেন তা নিশ্চিত নয়।
তবে জেরুসালেমে ইতিমধ্যেই তুরস্কের একটি কনস্যুলেট রয়েছে – একথাও মনে করিয়ে দেন তুরস্কের নেতা।
গত সপ্তাহে মুসলিম দেশগুলেঅর একটি শীর্ষ বৈঠকে আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিআহ্বান জানানো হয় যেন তারা পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
সুত্রঃ বিবিসি বাংলা