সব

সন্ধান মিলল নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th December 2017at 8:04 am
128 Views

 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। ঙ্গলবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় তার বন্ধ মোবাইলে ফোন করলে ফোনটি সচল পাওয়া যায়।

সাংবাদিক উৎপল দাসের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ” সে নারায়ণগঞ্জের ভুলতায় রয়েছে। আমরা অপেক্ষা করছি। উৎপল আসছে বাড়িতে। তার মায়ের সাথেও কথা হয়েছে”

উৎপলের বন্ধু  সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে ফোন দিলে দ্বিতীয় দফায় তার সঙ্গে কথা বলেছেন।

এর আগে বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি।

উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র রিপোর্টার। পরিবারসহ কর্মস্থল থেকেও সাধারণ ডায়েরি করা হয়। তাকে ফিরে পেতে গত সোমবারও ডিআরইউ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা।


সর্বশেষ খবর