সিলিন্ডার বিস্ফোরণে শাহবাগে বাসে আগুন : দগ্ধ বাস চালক
ডেস্ক রিপোর্টারঃ রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীবাহী মিডওয়ে পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৩ ) আগুন লেগে যায় । আগুনে বাসের চালক মো. আতিক হাসান (৪২) দগ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি।
বুধবার বেলা সাড়ে ১১.৩০ টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আমার বাংলা২৪ কে এইসব তথ্য জানান।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। আগুনে বাসটির আধিকাংশ পুড়ে গেছে।