সব

লিগ কাপের শেষ চারে সিটি-আর্সেনাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th December 2017at 2:18 pm
FILED AS: খেলা
124 Views

 

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ জয়ের ধারাবাহিকতা লিগ কাপেও ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে লেস্টার সিটিকে শেষ চার নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

লেস্টারের মাঠে ম্যাচের ২৬ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েরও শেষ দিকে পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছিলেন ভার্ডি।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট-আউটে। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে ম্যানচেস্টার সিটি। জেমি ভার্ডির টাইব্রেকারে তার শট লাগে পোস্টে। রিয়াদ মাহরেজের শট ঠেকিয়ে দেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

এদিকে দিনের অন্য ম্যাচে আর্সেনাল নিজেদের মাঠে জিতে প্রথমার্ধের শেষ দিকে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলব্যাকের গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়েছে।


সর্বশেষ খবর