সব

দুই ব্যাংকের ৭৬ কোটি টাকা রাখল বাংলাদেশ ব্যাংক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st December 2017at 10:37 am
120 Views

স্টাফ রিপোর্টারঃ সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় বেসরকারি খাতের দুটি ব্যাংকের ৭৬ কোটি টাকা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো ওয়ান ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সংরক্ষিত অ্যাকাউন্ট থেকে এ টাকা ব্লক করা হয়েছে। ঋণের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেমে না আসা পর্যন্ত এ টাকা ব্লক থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের তারল্য পর্যাপ্ত রাখার স্বার্থে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো সংগৃহীত আমানতের ৮০ দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৮৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে।

অবশিষ্ট অর্থ নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং বিধিবদ্ধ জমা অনুপাত (এসএলআর) হিসাবে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে।

তবে ঋণের চাহিদা অনেক বেশি হলে এবং ব্যাংকের সার্বিক আর্থিক সূচক ভালো থাকলে সাধারণ ব্যাংক সংগৃহীত আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংক সর্বোচ্চ ৯০ শতাংশ ঋণ বিতরণ করতে পারে। এই ঋণ আমানতের অনুপাত সাপ্তাহিক ভিত্তিতে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংক।


সর্বশেষ খবর