সব

বিপক্ষে ভোট দিলে সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st December 2017at 10:39 am
128 Views

আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেম ইস্যুতে আজ বৃহস্পতিবার জাতিসংঘে ডাকা সাধারণ পরিষদের বিশেষ জরুরী অধিবেশনে ভোটাভোটিতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সকল প্রকার সহযোগিতা বন্ধ হয়ে যাবে বলে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশে বার্ষিক অনুদান কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার হোয়াইট হাউজে সংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রে ভেটোর কারণে ভেস্তে যায় জেরুজালেম বিষয়ে মুসলিম বিশ্বের সিদ্ধান্ত।

তার পরপরই তুরস্ক, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের ডাকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিষয়টি পুনপর্যবেক্ষণের জন্য বিশেষ জরুরী অধিবেশন ডাকা হয়। যেখানে বিশ্বের ১৯৩টি দেশ ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পক্ষে-বিপক্ষে ভোট দিবে।

আর এ ভোটাভোটিতে বিপক্ষে অবস্থান দেখে নেওয়ার আনুষ্ঠানিক হুমকি দেয় ট্রাম্প। বিশ্বের দেশগুলোকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা মিলিয়ন মিলিয়ন এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার নেয় অথচ আমাদের বিপক্ষে রায় দেয়।’

ট্রাম্প আরও বলেন ‘তাদেরকে আমাদের বিপক্ষে ভোট দিতে দিন। আমরা অনেক অর্থ সেভ করতে পারবো। আমরা কোনো পরোওয়া করি না।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে।

ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি এক সম্মেলনে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর