কাভার্ডভ্যানের ধাক্কায় প্রান হারাল ধাক্কায় মা ও মেয়ে
তুরাগ প্রতিনিধিঃ রাজধানীর তুরাগে ইস্ট-ওয়েস্ট মেডিকেলের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইস্ট-ওয়েস্ট মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনয় নিহত হলেন মা জেসমিন আক্তার (৪৫) ও তার মেয়ে সাবা মণি (১২)।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আমার বাংলা২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মা ও মেয়ে দুইজনই লেগুনাতে চড়ে এক আত্মীয়কে দেখতে ইস্ট-ওয়েস্ট মেডিকেলে এসেছিলেন। তারা দুজনই লেগুনা থেকে নামার সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের ধাক্কায় দিলে মেডিকেলের সামনে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই মাহমুদুল আরও জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।