সব

আমার জন্য হাবিবের সংসার ভাঙ্গেনি..

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd December 2017at 2:39 pm
128 Views

বিনোদন ডেস্কঃ নাটকের ও বিজ্ঞাপনের পরিচিত মুখ তানজিন তিশা। বছরের শুরুর দিকেই চাউর হয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করছেন তিনি।

বছর শেষে এসে জানালেন তাদের সম্পর্ক ভাঙার কথা। মাঝে এ সময়টা বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

হাবিব-রেহানের সংসার ভাঙনের পেছনে নাকি তারই হাত ছিল। এসব বিষয় নিয়েই ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

*হাবিবের সঙ্গে আপনার সম্পর্ক তো অনেকদিন ধরে নেই। তাহলে এতদিন পর সেটা গণমাধ্যমে বলার প্রয়োজন পড়ল কেন?

** ওর সঙ্গে প্রায় তিনমাস ধরে কোনো যোগাযোগ হয় না। বিষয়টি বলব বলব করেও আর বলা হয়নি। অনেকদিন আগে সম্পর্ক শেষ হলেও এখনও প্রতি মুহূর্ত মিথ্যার সঙ্গে বসবাস করছি আমি। সবাই ভাবছে হাবিবের সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে। আমার ভক্তসহ কাছের মানুষরাও ভাবছেন হাবিবের সঙ্গে আমার এখনও প্রেম চলছে। বিষয়টি তাদের কাছ থেকে আমি লুকাচ্ছি। তাই এখন গণমাধ্যমে বলা।

* সম্পর্ক ভাঙার পেছনে কারণ কী?

** অনেক কারণই রয়েছে। তবে হাবিবের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এখন যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমার আর হাবিবের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটিই সত্য কথা। এখন ফ্রি হয়ে কাজে মনোযোগ দিতে চাই।

* এতদিন তাহলে প্রেমের কারণে কাজে মনোযোগ দিতে পারেননি?

** এটি সত্য কথা, গত কয়েকটি মাস আমার কাজের বেশ ক্ষতি হয়েছে। যারা আমাকে নিয়ে কথা বলার সাহস দেখাতো না তারাও আমার দিকে নানা অভিযোগের আঙ্গুল তুলেছেন। আমাকে হেয় করে কথা বলেছেন। বিষয়টি আমার ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে। এখন ফ্রি হয়েছি। এখন শুধু কাজেই ডুব দিতে চাই।

* হাবিবের সাবেক স্ত্রী রেহান তো দাবি করেছেন আপনার জন্যই তাদের সংসার ভেঙেছে। এ অভিযোগের বিপরীতে আপনি কী বলবেন?

**আমার আর হাবিবের সম্পর্ক নিয়ে শুরু থেকেই রেহান ফেসবুক আর মুঠোফোনে ক্ষুদে বার্তায় নানা মন্তব্য করেছেন। রেহান বলেছেন, আমার জন্য নাকি তাদের সংসার ভেঙে গেছে। এটা মিথ্যা কথা। আমাদের তখন সম্পর্ক ছিল। তাই হাবিবের মুখের দিকে তাকিয়ে সব কিছু এড়িয়ে গিয়েছি। এখন বলি হাবিব ও রেহানের সম্পর্ক আমার জন্য নয়, তাদের দু’জনের ব্যক্তিগত কারণে ভেঙেছে। হাবিবকে সেটি জিজ্ঞেস করুন, সেও একই কথা বলবে।


সর্বশেষ খবর